চাঁপাইনবাবগঞ্জে বিজিবির দুটি বিওপি ক্যাম্পের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে চোরাচালান রোধে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির দুটি বিওপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার খড়কপুর এবং সুরানপুর বিওপি ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান। এসময় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিশেষ মোনাজাত, বৃক্ষরোপণও করা হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। এমন প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানে নতুন দুইটি বিওপি নির্মাণ করা হয়। এতে সীমান্তে বাড়বে আরও নিরাপত্তা। শান্তিতে বসবাস করবে সীমান্তবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজিবির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সীমান্তে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসময় বিজিবির পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।