ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৫:৪৫ পূর্বাহ্ন

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

  • আপডেট: Monday, April 7, 2025 - 11:48 am

অনলাইন ডেস্ক : টানা কয়েকদিনে তীব্র তাপপ্রবাহের পর অবশেষে রাজধানীতে ঝড়ের সঙ্গে দেখা মিলেছে বৃষ্টির। আর এই বৃষ্টির কারণে প্রাকৃতিক পরিবেশে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানেরও উন্নতি হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা ১১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৯ নম্বরে। বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৮০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ স্কোর ৯৩ অর্থাৎ এখানকার বাতাস মাঝারী বা ভালো মানের।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS