সোনালী সংবাদ

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ।

তিনি জানান, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৬ এপ্রিল রাত সোয়া ১১ টার দিকে র‌্যাবের সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার ধোপাকান্দি রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে আবুল কালাম (২৮), একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে  মমিন মিয়া (৩০)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version