ঢাকা | মে ২, ২০২৫ - ৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট: Monday, April 7, 2025 - 10:43 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

 সোমবার বেলা ১১টায় উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোতাহার হোসেন বলেন, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের ৫০ শতাংশ শেয়ার জন্য তিন বছর আগে মোফাত খাইরুল ইসলামকে ১০ লাখ টাকা দিয়ে প্রবাসে চলে যায়।

পরে তাকে আরো ২ লাখ টাকা দেয়া হয়। এক পর্যায়ে জানতে পারি, মোফাত খাইরুল ইসলাম হুন্ডির ব্যবসার সাথে জড়িত। ফলে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। পরে দুই দফায় ৭ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেয়।

কিন্তু বাকি টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সম্প্রতি আমার বাড়িতে হামলা চালায় মোফাত খাইরুল ইসলামের লোকজন। তাই পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS