ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক

  • আপডেট: Monday, April 7, 2025 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: সোমবার রাজশাহীর একটি অভিজাত হোটেলে সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটি আয়োজিত রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সুজন রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফি উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সুজন মহানগর কমিটির সাধারণ সম্পাদক ড: কামরুজ্জামান এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুজন নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তাগণ বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিশ্লেষন করে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং জানানো হয় এই গোলটেবিল থেকে প্রাপ্ত মতামত গুলো ঐক্যমত্য কমিশনের নিকট বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। যাতে নাগরিক সমাজের মতামত প্রতিফলিত হয় এবং সঠিক মূল্যায়িত হয়।