বের হচ্ছিল দুর্গন্ধ, উদ্ধার হলো ভাইবোনের মরদেহ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় রেজিয়া খাতুন (৫৮) ও নুর মোহাম্মদ ওরফে নুর (৫৫) নামে আপন দুই ভাই-বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা পোরশা গ্রামের পূর্ববাড়ি পাড়ার মৃত তোফাজ্জল হোসেন শাহ্-এর মেয়ে ও ছেলে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা হাসপাতালে প্রেরণ করেছে।
থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, রেজিয়া খাতুন ও নুর মোহাম্মদ ওরফে নুর আপন ভাই-বোন। তাদের বাব-মা অনেকদিন আগেই মারা যায়। স্বামী পরিত্যক্তা হওয়ায় রেজিয়া খাতুন এবং স্ত্রী জীবিত না থাকায় ও একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় নুর মোহাম্মদ ওরফে নুর তার বোনকে নিয়ে দির্ঘদিন একই বাড়িতে বসবাস করতেন।
সোমবার রাতে ঐ বাড়ি থেকে পঁচা দূর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা ঘরের জানালার গ্লাস সরিয়ে ঘরের মেঝেতে রেজিয়া খাতুনের লাশ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে অবগত করলে তিনি মোবাইল ফোনে থানায় খবর দেন।
এসময় তিনি ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ তাৎক্ষনিক পিবিআই, নওগাঁ ও সিআইডি রাজশাহীকে জানালে পুলিশ পরিদর্শক তারেক আহম্মেদ পিবিআই নওগাঁ ও এসআই অনিমেশ সিআইডি, রাজশাহী তাদের টিম নিয়ে রাতেই ঘটনাস্থলে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।