ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ৭:২৮ অপরাহ্ন

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর কি আধ্যাত্মিকতার পথে তামান্না

  • আপডেট: Monday, April 7, 2025 - 11:45 am

অনলাইন ডেস্ক : টানা দুই বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিন্তু সেই সম্পর্কে ইতি টেনেছেন তারা। যদিও সরাসরি মুখ খোলেননি কেউ-ই। কিন্তু তামান্না-বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন অভিনেত্রী, প্রস্তুত নন বিজয়। তাই সম্পর্কে ভাঙন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর কি আধ্যাত্মিকতার পথে হাঁটবেন অভিনেত্রী?— সামাজিক মাধ্যমে এমনই প্রশ্ন নেটিজেনদের।

এর আগেও এক সাক্ষাৎকারে আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। নিয়মিত ধ্যান করেন বলেও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেছিলেন—যোগকেন্দ্রে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। ধ্যান ও সাধনার মাধ্যমে ওরা আমার জীবন বদলে দিয়েছে। ধ্যান করেই আমি জীবনের সবচেয়ে বড় সুখ পেয়েছি। এটিই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

জীবনে কিছু না পেলেও নিজেকে সুখী রাখতে শিখে গেছেন তামান্না। অভিনেত্রী বলেন, কিছু পেলেই আমি খুশি হব— এমন নয়। কিছু না ঘটলেও বা না পেলেও আমি এখন খুশি থাকতে পারি। আধ্যাত্মিকতা থেকে এটাই তার প্রাপ্তি বলে জানান তামান্না। জীবনের অর্থও নতুন করে বুঝেছেন তিনি।

অভিনেত্রী বলেন, জীবন ও বেঁচে থাকার প্রতি আমার খিদে রয়েছে। তবে এমন নয় যে, আমারও কখনো সময় খারাপ যায় না। কিন্তু আমি ওই খারাপ সময় থেকে এখন দ্রুত বেরিয়ে আসতে পারি। তাই আমিও যোগসাধনা করার অনুরোধ জানাব সবাইকে।

তামান্না বলেন, তিনি মদ স্পর্শও করেন না। জীবনে ক্রমশ আধ্যাত্মিক উপলব্ধি হচ্ছে। তা থেকে বুঝতে পারি, নিজের মনে ওঠা প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে উত্তর।