পবায় পুুকুর খনন বন্ধে অভিযান ৫টি ট্রাক্টর ৩টি স্কেভেটর অকেজো

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছে পবা উপজেলা প্রশাসন। এসময় খননকাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর ও ৩টি স্কেভেটর অকেজো করা হয়েছে।
পবা উপজেলার বড়গাছী বিলে সোমবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এলাকায় নির্বিচারে তিন ফসলি জমিতে পুকুরখনন বন্ধে ওই এলাকার মুর্তুজা আহমেদ নামের একজন কৃষক হিতৈষী ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ফসলি জমিতে পুকুর খনন চলছে। লিখিত অভিযোগ পেয়ে বড়গাছী বিলে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি খনন যন্ত্র স্কেভেটর ফেলে পালিয়ে যায়। এ সময় খননকাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর ও ৩টি স্কেভেটর অকেজো করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহারসহ আরএমপির পবা থানা পুলিশের সদস্যবৃন্দ।
পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, ফসলি জমিতে কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবে না। আরএমপির পবা থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি খনন যন্ত্র স্কেভেটর ফেলে পালিয়ে যায়। এসময় ৫টি ট্রাক্টর ও ৩টি স্কেভেটর অকেজো করা হয়।
অবৈধভাবে পুকুর খননের নামে মাটি পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।