ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম

নির্বাচনি আচরণবিধির খসড়া চূড়ান্তের পথে, সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস ইসির

  • আপডেট: Monday, April 7, 2025 - 11:22 pm

সোনালী ডেস্ক: নির্বাচনি প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আচরণবিধিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’Ñ অর্থাৎ সব প্রার্থীর জন্য সমানতালে প্রচারের সুযোগ নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সোমবার নির্বাচন ভবনে আচরণবিধি প্রণয়ন কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, “আচরণবিধির খসড়াটি প্রায় সম্পূর্ণ।

এখন কমিশনের অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। অনুমোদন মিললেই এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।” আচরণবিধির প্রস্তাবিত খসড়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অধিকাংশ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এবং গণমাধ্যমে উঠে আসা প্রাসঙ্গিক বিষয়গুলোও এতে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, “আমরা একটি আধুনিক, কার্যকর এবং ভারসাম্যপূর্ণ আচরণবিধি তৈরি করতে চাই। যাতে করে সবাই প্রচারণায় সমান সুযোগ পায়, নির্বাচনি ব্যয় নিয়ন্ত্রণে থাকে এবং একটি সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়।” প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপরও আলোকপাত করা হয়েছে খসড়ায়। ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ ও নির্বাচনি আচরণবিধির আওতায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

ইসি জানিয়েছে, অনলাইন প্রচারণার ক্ষেত্রেও প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপের মাধ্যমে সুশৃঙ্খলতা বজায় রাখা হবে। আচরণবিধি লঙ্ঘন করলে যেন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়Ñ সে লক্ষ্যে খসড়ায় কঠোর শাস্তির বিধান সংযোজন করা হয়েছে। কমিশনের ভাষ্য, আচরণবিধি শুধু কাগুজে নির্দেশনাই নয়, বাস্তবে এর কার্যকারিতা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রস্তাবিত আচরণবিধির খসড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই চূড়ান্ত করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তী ধাপে সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় মতামত গ্রহণ করা হবে। আনোয়ারুল ইসলাম বলেন, “পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

দলগুলোর সঙ্গে সংলাপের সুযোগ এখনো রয়েছে।” ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে কমিশনার আনোয়ারুল বলেন, “ভোটের প্রস্তুতি আমরা ইতিমধ্যেই শুরু করেছি।” এছাড়া সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত একটি সংশোধন প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তবে সেটি এখনো সরকারের অনুমোদন পায়নি। আনোয়ারুল বলেন, “যদি সরকার আইন সংশোধন করে তাহলে আমরা সে অনুযায়ী কাজ করব। অন্যথায় আগের সীমানা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন।”