ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ৪:০১ অপরাহ্ন

শিরোনাম

জামাতে ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেল পেল ৬ কিশোর

  • আপডেট: Monday, April 7, 2025 - 10:46 pm

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জামাতের সঙ্গে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কৃত হয়েছেন ছয় কিশোর।

তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে একটি করে বাইসাইকেল। পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষাগ্রহণকারী ষাটোর্ধ্ব চার মুসল্লি, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও কুরআন প্রতিযোগিতায় দেশসেরা দুই শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পুলিশ ফাঁড়িসংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পুরস্কার  দেয়া হয়। জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ ‘আহ্বান’-এর উদ্যোগে এসব পুরস্কার বিতরণ করা হয়।

নতুন রূপপুর জামে মসজিদের সভাপতি শাহিনুর রহনান মজনুর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য সচিব আবুল কালাম আজাদ সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাবুদ্দিন খান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রাজা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি নাজমুল হাসান।