ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৬:২৩ অপরাহ্ন

শিরোনাম

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ‘ঈদ বোনাস’ নিল প্রধান শিক্ষক

  • আপডেট: Monday, April 7, 2025 - 8:52 pm

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা দক্ষিণ জাওরাণী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ‘ঈদ বোনাস’ হিসেবে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর বিরুদ্ধে।

আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সময় এই অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষাবোর্ড নির্ধারিত ফি জমা দেওয়ার পরও প্রধান শিক্ষকের এমন কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

এসএসসি পরীক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাবোর্ডে নির্ধারিত ফি দেওয়া হলেও তাদের প্রবেশপত্র আটকে রাখে প্রধান শিক্ষক। পরে ১০০ টাকা নিয়ে প্রবেশপত্র দেওয়া হয়। এ নিয়ে এসএসসি পরীক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের হাতে রশিদ তুলেন দেন। সেই রশিদে ১০০ টাকা লিখে দেওয়া থাকলে কি কারণে টাকা নেওয়া হচ্ছে তা উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন অভিবাবক বলেন, এই বিদ্যালয়ে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী পড়াশোনা করে। বোর্ড নির্ধারিত ফি দিয়েই যেখানে অনেকের কষ্ট হয়, সেখানে অতিরিক্ত টাকা নেওয়া অন্যায়।অতিরিক্তি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী। তিনি বলেন, ঈদ উপলক্ষে পরীক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হয়েছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া বলেন, এ ধরণের কোনো অভিযোগ এখনও পাইনি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

সূত্র: ইত্তেফাক

Hi-performance fast WordPress hosting by FireVPS