সোনালী সংবাদ

গাজীপুরে ইসরায়েলি পণ্যের অভিযোগে তিন রেস্টুরেন্ট-দোকান ভাঙচুর

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল শেষে তিনটি রেস্টুরেন্ট ও একটি দোকানে হামলা করে ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এই হামলা ও ভাঙচুর চালায় তৌহিদী জনতা।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গেট পর্যন্ত গিয়ে আবার বোর্ডবাজারে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

মিছিল শেষে উত্তেজিত জনতা বোর্ডবাজার এলাকার রুচি রাজ রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং রাঁধুনি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থাকা ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড রাখার অভিযোগে (যেমন: পেপসি, সেভেন আপ, কোকাকোলা) লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে ভাঙচুর চালায়। হোটেলকর্মীরা বাধা দিতে গেলে তাদের ধাওয়া দেওয়া হয়।

এছাড়াও, বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের নিচতলায় অবস্থিত বাটা জুতার শোরুমেও ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে উত্তেজিত জনতা বোর্ডবাজার এলাকার কয়েকটি রেস্টুরেন্ট ও বাটা শোরুমের সাইনবোর্ডে ভাঙচুর চালায়। ঘটনায় কেউ আহত হয়নি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

Exit mobile version