ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

কারিতাস দিবস এবং লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

  • আপডেট: Sunday, April 6, 2025 - 11:58 pm

স্টাফ রিপোর্টার: “এসো, বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি” এই মুল সুরকে সামনে রেখে কারিতাস রাজশাহী অঞ্চলের এফ, চেস্কাতো হলরুমে  রোববার করিতাস দিবস উদযাপন এবং লং সর্ভিস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের  ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, বিশপ রাজশাহী ধর্মপ্রদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূর‌্যায়ন কমিটির সদস্য/সদস্যাগণ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

সভাটি তিন ধর্মের তিনজনের মোমবাতি প্রজ্জলন ও ভিনসেন্ট চঁড়ে এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন ও দিবসের তাৎপর্য সহভাগিতা করেন ড. আরোক টপ্য, ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক কারিতাস রাজশাহী অঞ্চল। অনুষ্ঠানে  তিন ধর্মের আলোকে তিন জন ব্যক্তি আলোচনা করেন।

ইসলাম ধর্মের আলোকে আালোচনা করেন  হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, খ্রিস্ট ধর্মের আলোকে আলোচনা করেন রেভা, ফাদার প্রেমু রোজরিও চ্যান্সেলর রাজশাহী ধর্মপ্রদেশ, সনাতন ধর্মের আলোকে আলোচনা করেন ড.শিখা সরকার প্রফেসর ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ।