ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ১২:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে অটোভ্যানে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ২

  • আপডেট: Sunday, April 6, 2025 - 10:12 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০) ও রায়গঞ্জ উপজেলার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি দ্রুতগামী পিকআপভ্যান বগুড়ার দিকে যাচ্ছিল।

এক পর্যায়ে ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে পৌঁছালে একটি যাত্রীবাহী অটোভ্যানকে অতিক্রম করার সময় পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানে থাকা শিশুসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আব্দুর রউফ।

Hi-performance fast WordPress hosting by FireVPS