লালপুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলেন বিএনপি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অসহায় পরিবারের প্রতিবন্ধী সন্তানকে হুইল চেয়ার তুলে দিলেন বিএনপি’র নেতৃবৃন্দ।
রোববার দুপুরে উপজেলার শিবনগর গ্রামে প্রতিবন্ধী শিশুটির পরিবারের হাতে হুইল চেয়ার প্রদান করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু।
পারিবারিক সূত্রে জানা যায়, শান্ত ইসলাম লাম জন্ম থেকেই শারীরিকভাবে অক্ষম। একা চলাফেরা বা দৈনন্দিন কোনো কাজ করতে পারে না সে।
বয়স বাড়ার সাথে সাথে তার চলাফেরা আরও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এতে পরিবারের সদস্যদের কষ্ট বেড়ে যায়।
শিশুটির বাবা রাসেল আলী একজন দিনমজুর। অন্যের জমিতে কাজ করে কোনোরকমে সংসার চালান তিনি। ছেলের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানান তিনি।
প্রতিবন্ধী লামের এমন দুর্দশার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাকে সহায়তা করতে এগিয়ে আসেন লালপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হুইলচেয়ার প্রদানকালে বিএনপি নেতা হারুনর রশীদ পাপ্পু বলেন, শিশুটির এমন অবস্থা সম্পর্কে জানতে পেরে এক শুভাকাক্সক্ষী ব্যক্তির সহযোগিতায় আমরা এই সহায়তা করেছি।
সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির উচিত, অসহায়দের পাশে দাঁড়ানো। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, প্রাকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান।