ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ১১:০৬ অপরাহ্ন

রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

  • আপডেট: Sunday, April 6, 2025 - 11:39 pm

স্টাফ রিপোর্টার: ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে দুইটি টিমের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বাংলাদেশ শিশু একাডেমি মাঠে এই প্রীতি ভলিবলের আয়োজন করেন জেলা প্রশাসন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। এসময় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শিশু একাডেমি  কর্মকর্তা মনজুর কাদের।

এদিকে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবা

এদিকে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, কৃষি কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার, ক্রীড়া শিক্ষক মর্তুজা আলী প্রমুখ।