ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৩:১৩ অপরাহ্ন

মান্দায় হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সভা

  • আপডেট: Sunday, April 6, 2025 - 10:17 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 রোববার বিকাল ৫টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ভুক্তভোগী ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক ভুট্টু (৫৫)। তিনি কির্তলী গ্রামের লজিবুল্যা প্রামাণিকের ছেলে।

ঈদের পরের দিন গত ১ এপ্রিল দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় হত্যার উদ্দেশ্যে তার ওপর এ হামলা চালানো হয়।

হামলাকারী অভিযুক্তরা হলেন- কির্তলী গ্রামের শাহাবুদ্দীন খাজা, তার ছেলে শরীফ হোসেন ও আশরাফুল ইসলাম। প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু, তার স্ত্রী ফুলজান বিবি, ছেলে সম্রাট হোসেন ও আরেক ভুক্তভোগী আনিছুর রহমান।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু বলেন, গত ১ এপ্রিল দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে পথ আটকে অভিযুক্তরা আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করে দেন। জরুরি বিভাগের চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আব্দুর রাজ্জাক ভুট্টু আরও বলেন, শাহাবুদ্দীন খাজার ছেলে শরীফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজী, জিম্মি করে টাকা আদায়সহ একাধিক মামলা রয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওই দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে নির্বিঘ্নে এসব অপকর্ম করে গেছেন। এখন বিএনপির ছাত্রছায়ায় একইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

অবিলম্বে এসব মুখোশধারীদের গ্রেপ্তারের দাবি করছি। আরেক ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, বাজারের পেঁয়াজপট্টিতে আমার একটি দোকানঘর আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে শাহাবুদ্দীন খাজা ও তার ছেলেলা।

দোকানঘরটি ফেরত চাওয়ায় আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয়া হচ্ছে। জানতে চাইলে মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি।

এজাহার পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS