গোদাগাড়ী ও পোরশায় ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: পৃথক অভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চব্বিশনগর গ্রাম থেকে আব্দুল আলীম (৩৫) ও নওগাঁর পোরশায় আলমগীর কবির (৩৩) নামে দুই মাদক ব্যাবসায়িকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল আলীম গোদাগাড়ী থানার ধর্মহাটা গ্রামের মৃত আইয়ব আলীর পুত্র ও আলমগীর কবির পোরশা উপজেলার চনারায়ন গ্রামের মাইজুদ্দিনের ছেলে।
রাজশাহী জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ রোববার বিকালে গোদাগাড়ী থানার কাঁকনহাট তিলাহারী মহাদেবপুর মোড়ে অবস্থান করার সময় জানতে পারে চব্বিশনগর ঈদগাহ মাঠের সামনে পাঁকা রাস্তার সামনে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত আব্দুল আলীমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্য থেকে ৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদক কারবারি আসলাম শেখ (২৮) নামের এক ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আব্দুল আলীম ও পলাতক অভিযুক্ত আসলাম শেখের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় আলমগীর কবির (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ।
সে উপজেলার চনারায়ন গ্রামের মাইজুদ্দিনের ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নেতৃত্বে এসআই শিপন মিয়া ও এএসআই সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোসসহ জরুরি ডিউটি করা কালীন সময়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে রোববার বেলা আড়াইটার দিকে নওগাঁ-পোরশা আঞ্চলিক মহাসড়কের শিশা বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ আলমগীরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আলমগীরকে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।