ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৫১ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে অফিস আদালতে ছিল কর্মব্যস্ততা

  • আপডেট: Sunday, April 6, 2025 - 11:55 pm

কবীর তুহিন: ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে রোববার খুলেছে রাজশাহী মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান।

রোববার থেকে রোজার আগের সূচিতে (৯টা-৫টা) ফিরেছে সব অফিসের কার্যক্রম। আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে সব অফিস। ঈদের আগে ২৭ মার্চ ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। এর মধ্যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করতে শহর ছাড়েন নগরবাসী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ ছিল সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি ছিল ৫ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চারদিন ছুটি যোগ হয়। যার ফলে মোট ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

এদিকে, ঈদের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবস হওয়ায় কর্মব্যস্ততা দেখা যায় অফিসগুলোতে। সরেজমিনে দেখা যায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়াও পশ্চিমাঞ্চল রেল ভবনে ও বিভিন্ন কার্যালয়েও একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের পর প্রথম কার্যাদিবস হওয়ার তুলনামূলক উপস্থিতি ছিল কিছুটা কম। ব্যবসা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ রূপে না খোলায় ব্যাংকগুলোতেও গ্রাহকদের আনাগোনা কম ছিল। জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হচ্ছে না বলে জনান ব্যাংক কর্মকর্তাগণ।

রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনা বিভাগ প্রধান প্রকৌশলী শেখ মামুন ডলার বলেন, ঈদের সময় রাসিকের বর্জ ব্যপস্থাপনা বিভাগের ছুটি বলে কিছু থাকেন না। বরং এই দিনগুলোতে আমাদের কাজ আরো বেড়ে যায়। নগরী পরিস্কার রাখতে সর্দা ব্যস্ত থাকি। যার ফলের ঈদের এই ছুটিতেও আামাদের কর্মীরা কাজ করে গেছেন।

আজকে প্রথম কার্যদিবসে রাসিকের প্রায় সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS