ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ১:১৪ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে বাবা ছেলের বিরুদ্ধে পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ

  • আপডেট: Sunday, April 6, 2025 - 10:26 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মঙ্গলতাড়া (টিলিপাড়া) গ্রামের একটি খাস পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় শরিফুল ও তার ছেলে সুজনের বিরুদ্ধে ভুমি অফিসে লিখত অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দা জাকির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলতাড়া গ্রামের একটি খাস পুকুরপাড়ে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ রয়েছ।

কিন্ত সরকারি গাছ হওয়া সত্ত্বেও কোন প্রকার আইনের তোয়াক্কা না করে একের পর এক সে গাছ কাটতে থাকেন শরিফুল ও তার ছেলে। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধীক টাকা।

অভিযোগকারী জাকির হোসেন জানান, ইতিপূর্বে তারা পুকুর পাড়ে থাকা আম গাছ, কদম গাছ, কাঁঠাল গাছ এবং বরই গাছসহ বিভিন্ন গাছ কর্তন করে। সম্প্রতি একটি কদম গাছ কাটলে বিষয়টি তহসিল অফিসে মৌখিকভাবে  অভিযোগ করেন।

তারা ভুল স্বীকার করে পরে তহসিল অফিসে কদম গাছটি অফিসের জিম্মায় নিয় আসে।  গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই পুকুরপাড়ের বেশ কিছু গাছ কাটায় তার মুড়ি পড়ে রয়েছে।

গাছ কাটার বিষয়ে অভিযুক্ত শরিফুলের কাছে জানতে চাইলে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, এই ১০১ নং দাগের পুকুর ও পাড় আমার বাবার পত্তন নেয়া আছে যেটা আগে জানতাম না।

কিন্তু গত ৫ আগস্টের পর জানতে পারি এটি আমাদের পত্তনই সম্পত্তি। এ জন্যই গাছ কেটেছি। এক পর্যায়ে পত্তনের কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হোন এবং বলেন এই কাগজ নওগাঁ কোটে আছে বলে এড়িয়ে যান।

নিয়ামতপুর সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনই ব্যবস্থা গ্রহন করা হবে।