ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ৫:৩৮ পূর্বাহ্ন

সাবেক মেয়রের ভাইয়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট: Saturday, April 5, 2025 - 11:48 pm

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার অপসারিত মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুল আলম চৌধুরীর বড় ভাই আল আমীন চৌধুরীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের পুরাতন থানার পেছনের সড়কের টিএমএসএস কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আল আমীন চৌধুরীর ডান পায়ের হাঁটুর নিচের রগ ও মাংসপেশি কেটে গেছে। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কারা কী কারণে এ হামলা চালিয়েছে, তা জানাতে পারেননি স্বজনরা। পুলিশও এ বিষয়ে তাৎক্ষণিক তথ্য পায়নি বলে জানিয়েছে।

আল আমীন চৌধুরী আক্কেলপুর পৌর শহরের চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আল আমীন চৌধুরীকে সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে আনা হয়। তার ডান পায়ের হাঁটুর নিচের মাংসপেশি ও রগ কেটে গেছে।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক  হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আলামিনের অবস্থা নিয়ে জানতে চাইলে শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার কোনো বক্তব্য দিতে রাজি হননি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শুক্রবার সন্ধ্যায় আল আমীন চৌধুরীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনা কারা কী কারণে ঘটাল, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম বিষয়টি খতিয়ে দেখছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS