শিবগঞ্জে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চককীর্তি বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী কামাল উদ্দিন বলেন, উপজেলার চককীর্তি ইউনিয়নের গৌরিসংকরপুর এলাকার এন্তাজ আলীর ছেলে মোতাহার হোসেনের সঙ্গে পরিচিতির সুবাদে বিদেশ থেকে আর্থিক সহায়তার দেবার প্রলোভন দেখিয়ে ২০২২ সালে আমার ব্যাংক একাউন্ট নম্বর চায়।
একইভাবে আমিসহ গ্রামের ৮ অসহায় ব্যক্তির ব্যাংক একাউন্ট নম্বর নিয়ে চেক সংগ্রহ করেন মোতাহার হোসেন। পরে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ৮টি একাউন্টে প্রায় ১০ কোটি টাকা লেনদেন করেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় এই ৮ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করান মোতাহার হোসেন।
তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জেলা থেকে মানবপাচার করে কাজ পাইয়ে দিতে প্রতারণার ফাঁদ পেতে বাড়তি অর্থ সংগ্রহ করা তার মূল উদ্দেশ্যে। এভাবে বিভিন্ন জেলা থেকে মানবপাচার হওয়া পরিবারগুলোর সাথে যোগাযোগ করে ওই সব ব্যাংক একাউন্ট নম্বরে টাকা চান তিনি।
পরবর্তীতে সব টাকা উত্তোলন করেন মোতাহার। এতেই আমিসহ ৮ জন ব্যক্তি বিপাকে পড়লে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। একদিনে আমরা অসহায় পরিবার নুন আনতে পান্তা ফুরায়। অন্যদিকে প্রতারণার মামলা দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছি।
এ নিয়ে স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হই। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি প্রতারক মোতাহারের কঠোর বিচার চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাহিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আসগার আলী ও সেরাজুল ইসলাম প্রমুখ।