শিবগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধভাবে স্থাপনা সরিয়ে নিতে ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন।
শনিবার বিকালে পৌর এলাকার নিউ মার্কেট, গমপট্টি ও পৌর মার্কেটসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।
এসময় তিনি বলেন, পৌর এলাকার সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশনার পাশাপাশি সর্তক করা হয়েছে।
একই সঙ্গে উপজেলা ভূমি অফিসের সামনে হাবিব হোটেল এন্ড রেস্টুরেন্টের ড্রেনেজের উপর চুলা তৈরি করায় তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় হোটেল মালিককে সাতদিনের মধ্যে চুলা সরিয়ে নিতে নির্দেশনাও দেয়া হয়।
তিনি আরও বলেন, পৌর মার্কেটের পূর্বপাশে গড়ে উঠা ফুটপাত দখলমুক্ত করতে বাড়তি সর্তক করা হয়েছে। তাছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী দুদিন মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে।
এরপরও যারা ফুটপাত দখল করে যত্রতত্রভাবে গড়ে উঠা অবৈধ দোকানপাট নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মৃধা চাঁন ও কোষাধ্যক্ষ হাফিজুর রহমান সুমনসহ অন্যরা।