রাজশাহীতে এভারগ্রীণ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবার এভারগ্রীণ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর সাড়ে ১২টায় মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এভারগ্রীণ কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এসময় আলপনা ইয়াসমিন বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য এভারগ্রীণ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বলে অভিযোগ ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এভারগ্রীণ পরিবহনকে সড়ক পরিবহন আইনের ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিংসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।