বাঘায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

বাঘা(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী বাঘায়-চারঘাট সড়কের সাজির বটতলা মান্নান কাজীর বাড়ির সামনে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছে। নিহতের নাম মাজদার রহমান (৬০)। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের সাজির বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হুমাররা জেসমিন নিপন তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নিয়ে আসা ওই এলাকার ফয়সাল বলেন, দুলদুল পরিবহন(বাসটি) রাজশাহী থেকে বাঘায় আসার পথে সন্ধায় সাড়ে ৬টার দিকে বাঘা উপজেলার বিনোদপুর সাজির বটতলা মান্নান কাজীর বাড়ির সামনে বাঘা থেকে মীরগঞ্জ যাওয়ার পথে বাস ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় বাসটিকে জব্দ করেছে বাঘা থানা পুলিশ।
মৃতের এক মাত্র ছেলে রাব্বি হোসেন বলেন, সকাল দশটার দিকে বাঘায় ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বের হয়েছিলেন। পরে রাতে খবর পাই পিতা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ানের হাবাসপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মাজদার রহমান।
এ ব্যাপারে বাঘা থানার ওসি অ.ফ.ম আসাদ্দুজ্জামান আসাদ বলেন, বাসের ধাক্কায় এক ভ্যানচালক আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ময়নার তদন্তের জন্য রাজশাহী হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় দুলদুল পরিবহন যাত্রীবাহী বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। বাসটি নম্বর কুমিল্লা-জ-০৪-০০৯৪। এ ঘটনায় বাঘা থানা একটি ইউডি মামলা করা হয়।