পোরশা থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।
সমাবেশে ২০১৩ সালের দেয়া হাইকোর্টর আদেশ অনুযায়ী স্থানীয় জনগণের কাছ থেকে কোন প্রকার অর্থ আদায়, জমিজমা সংক্রান্ত বিরোধ, ফ্লাট/প্লট দখল বা উচ্ছেদ সম্পর্কে করণীয় ও মাদক নির্মূল বিষয়ে পুলিশের কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাকিল জাভেদ, সাবেক সহসভাপতি আব্দুল গণি, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, জামায়াতের নায়েবে আমির আব্দুর রহিম, যুগ্ম সেক্রেটারী নুরনবী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহজামান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শামীম, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও প্রেসক্লাব সহ-সভাপতি কামরুজ্জামান।