ঢাকা | মে ৫, ২০২৫ - ৫:১১ পূর্বাহ্ন

নগরীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

  • আপডেট: Saturday, April 5, 2025 - 11:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর মিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠের মোবারকের ছেলে শাকিল (২১), তার ভাই রবিন (২৭) এবং শেখেরচক বিহারীপাড়ার শুকুরের ছেলে শুভ (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় পরিকল্পিতভাবে নগরীর টিকাপাড়ায় বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি, রামদা, চাকু নিয়ে মিমকে (২৩) ঘটনাস্থলে পথরোধ করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে সন্ত্রাসীরা মিমকে শেখেরচক ঈদগাহ পাচানী মাঠ সংলগ্ন নদীর ধারে নিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর ফলে সে গুরুতর আহত হয়।

মিমকে সঙ্কটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেখে দ্রুত পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মিম।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। জড়িত আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি বিশেষ টিম আসামি রুমনকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করে। পরবর্তীতে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে অন্য তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS