ডিবি’র অভিযানে ৮ মাদক মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: মহানগরী’র রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক মামলার আসামি এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত নারী মিনারা বেগম (৫৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার মৃত হায়দার আলীর স্ত্রী। জানা যায়, শনিবার দুপুরে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই সাহাব উদ্দীন-আল-ফারুক ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার কেশবপুর এলাকায় এক নারী হেরোইন ও ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি দুপুর সাড়ে ৩ টায় রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিনারা বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।
উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি মিনারা বেগমের বিরূদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৮ টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।