ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৫:৪৫ পূর্বাহ্ন

‘মিনি জাফলংয়ে’ নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

  • আপডেট: Friday, April 4, 2025 - 10:07 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ‘মিনি জাফলং’ নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল জেলার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে।

ইকবালের নানা মোখলেসুর রহমান জানান, ঈদের মধ্যে ইকবাল আমার বাড়ি সুত্রাপুরে বেড়াতে আসে। গতকাল শুক্রবার সকালে সে অন্য শিশু-কিশোরদের সঙ্গে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়।

এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে গিয়ে নদীর স্রোতের সঙ্গে ভেসে যায় ইকবাল।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  ইকবালের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

  ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।a