কেশরহাটে লিটনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

মোহনপুর প্রতিনিধি: কেশরহাট পৌরসভায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মোহনপুর উপজেলার কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আহ্বায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেলকে প্রধান বক্তা করে কেশরহাটে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক খুশবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সদস্য সচিব ও সহকারিী অধ্যাপক নিজাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক শাহীন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক বেলাল, শাফি, শাহিন, তোফা প্রমুখ।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিএনপির নেতৃবৃন্দরা অসুস্থ রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের জন্য তার ত্যাগ নিয়ে আলোচনা করেন। পরে তারা লিটনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন।