আন্দোলনে শহিদ মিনারুলের বাড়িতে গেলেন গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদ নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: গত বছর ৩ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে শহিদ হন রাজশাহী মহানগরীর গুড়িপাড়া গোলজারবাগ এলাকার এনামুল ও ডলি বেগমের পুত্র মিনারুল ইসলাম (২৭)।
গত ১ এপ্রিল তার পরিবারের সাথে দেখা করতে তার বাড়ি যান গণ অভ্যুত্থান ২৪ চেতনা পরিষদ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। এ সময় তার সাথে ছিলেন গণ আন্দোলন ২৪ এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তাহসিন খান। এসময় তারা শহিদ মিনারুলের পরিবারের খোঁজখবর নেন।
উল্লেখ করা যায়, শহিদ মিনারুল ইসলামরা ৩ ভাই। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্লাস্টিক কোম্পানিতে চাকরি করতেন। তার অপর দু’ভাই সোহেল ও নাজমুল অটোচালক। মিনারুল জুলাই আগস্টে স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে ৩ আগস্ট তিনি নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে শহিদ হন। তার মরদেহ রাজশাহীতে এনে দাফন করা হয়েছে।
পরিবারের লোকজন জানান, মিনারুলের স্ত্রী নুরে সান শম্পা মিনারুল নিহত হওয়ার চারদিন পর সন্তান প্রসব করেন। মিনারুল তার সন্তানের মুখটাও দেখে যেতে পারেনি।