রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আটক ২

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ সময় দুইটি একনলা বন্দুকসহ ডাকাত মো. ইসহাক ও ডাকাত জাবেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।
পুলিশ জানায়, বুধবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকায় ডাকাত নুর কামাল ও ডাকাত ইসমাইল গ্রুপের ৭/৮ জন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক সাধারণ রোহিঙ্গা কিশোরকে ছুরিকাঘাত করে।
এসময় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে তারা। খবর পেয়ে অভিযানে নামে এবিপিএন। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতদল। গোলাগুলির একপর্যায়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাতদলের এক সদস্যের হাতের কব্জিতে গুলি লাগে।
সবশেষ দুইটি একনলা বন্দুকসহ ডাকাত মো. ইসহাক ও ডাকাত মো. জাবেরদের স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করে পুলিশ।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, গ্রেপ্তার আসামিদের প্রাথমিক চিকিৎসার জন্য ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে পাঠানো হয়।
সেখান তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসা শেষে আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।