রাজশাহীতে ছাত্র হত্যার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাকিব আনজুম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার দুপুর ২টায় বোসপাড়া এলাকায় নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র (এডিসি) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামির নাম নয়ন ইসলাম শক্তি (৩২)। তিনি নগরীর বোসপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।