ঢাকা | এপ্রিল ৪, ২০২৫ - ৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে উদ্বোধন হলো নতুন খেলার মাঠ

  • আপডেট: Thursday, April 3, 2025 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১৬ নং ওয়ার্ডে আটকোষী স্কুল সংলগ্ন এলাকায় খেলাধুলার জন্য নতুন মাঠ উদ্বোধন করা হয়েছে।

ঈদের দিন সোমবার সন্ধ্যায় এ মাঠের উদ্বোধন করা হয়। মাঠ উদ্বোধনের পর ওই এলাকার যুবক-যুবতি, তরুণ-তরুণীদের নিয়ে বিভিন্ন ধরনের প্রায় ৯ ধরনের খেলার আয়োজন করা হয়। প্রথম দিন বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভিন্ন বয়সের ছেলে মেয়ে অংশ নেয়। নতুন খেলাধুলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরীর ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ।

এসময় আরও উপিস্থিত ছিলেন- ধারাভাষ্যকার আব্দুর রোকন মাসুম, বখতিয়ারাবাদ জামে মসজিদের সাবেক সভাপতি মাসুদ রানা, বিএমডিএ’র সহকারী হিসাব রক্ষক আব্দুস সালাম, সমাজ সেবক শরিফুল ইসলাম শরীফ, সোহানুর রহমান রতন, রমজান, নিজাম উদ্দিন, সাংবাদিক সোহাগ হোসেন। মাঠ পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- জনি, মুক্তার হোসেন, একান্ত, নিলয়, সায়িল, আশিক, সাগর, নুর, বাপ্পি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী মিঠুন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আবু হানিফ।

অতিথিদের বক্তব্যে সাবেক কাউন্সিলর বেলাল বলেন, শহরে খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়ছে। খেলাধুলার পরিবেশ না থাকায় শহরে বসবাস করা যুবকরা বিপদগামী হচ্ছে। যুবকরা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপকর্মে।

তিনি বলেন, যুব সমাজ যেনো বিপদগামী না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকেই খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। খেলাধুলার পরিবেশ থাকলে যুব সমাজ ধংসের দিকে যাবে না, মাদক থেকে তারা দুরে থাকবে।

পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুবক-যুবতিরা মননশীল হয়ে গড়ে উঠবে। তাই আমরা যে যার অবস্থান থেকে যুব সমাজের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবো।