রাজশাহীতে ঈদ ক্যাচাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক: রাজশাহী নগরীতে দুইদিনব্যাপী ৬ ওভারের ঈদ ক্যাচাল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে সাবেক ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেঞ্জার দলের মালিক সাইফুল আজিজ সাজু, চেঞ্জার দলের মালিক মাসুম সরকার, মেসেঞ্জার টিউনার কেএম জুনায়েদ, ডেঞ্জার দলের মালিক লিটনসহ সাবেক ক্রিকেট প্লেয়ার শাহরিয়ার শেখ সুমন, প্যারিস, সুমন, কাপালি রুবেল, টুটুল, মুরাদ অমিত, ফরাদ, তানসিম আলম সৈকত, এসএম মনোয়ার ইবনে আনোয়ার (জনি), এসএম মনোয়ারুল হক (রুবেল), মাহফুজুর রহমান (মিন্টু), শিপলু, উজ্জ্বল ঘোষ, সুমন (কিশোর), ব্রাইট, শাকিল ও মুক্তা কুমার উপস্থিত ছিলেন।