ঢাকা | এপ্রিল ১১, ২০২৫ - ৮:৩৫ পূর্বাহ্ন

মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় গ্রেপ্তার ১

  • আপডেট: Thursday, April 3, 2025 - 11:47 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনায় লালপুর থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিব নামাজের সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে। স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে এঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, এই ঘটনা শোনার পরপরই সাইনবোর্ডটি খুলে রাখা হয়। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।

লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত ইসাহাক মন্ডলের ছেলে ডিভাইসটির অপারেটর ইমদাদুল হক লিটনকে গ্রেপ্তার করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় ডিভাইসটির অপারেটর ইমদাদুল হক লিটনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Proudly Designed by: Softs Cloud