বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে দেশ ছেড়েছে নারী দল

অনলাইন ডেস্ক: পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। প্রস্তুতিটাও সেরকমই হয়েছে বলে জানিয়েছেন প্রধান কোচ সরোয়ার।
দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল। আমরা সেভাবেই ক্যাম্পে স্পেসিফিক কাজগুলো করেছি, ব্যাটিং উইকেটে কীভাবে বোলিং-ব্যাটিং করতে হবে, স্ট্রাইক রেট কেমন হবে।
সবকিছুই ওভাবে অনুশীলন করেছি।’ এর আগে বুধবার (২ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাটিংয়ে ভালো করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেছিলেন, ‘প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে।
পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’
আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড।
বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।