বাঘায় ঈদ উপলক্ষে ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শাহদৌলা সরকারী কলেজ মাঠে ছাত্রদলের ঈদ উল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাঘা শাহদৌলা সরকারী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন। প্রধান বক্তব্য ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন।
শাহদৌলা সরকারী কলেজ-এর ৮০ দশক থেকে বর্তমান সময়ের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।