পোরশায় সড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেছেন ইউএনও আরিফ আদনান।
তিনি মঙ্গলবার সকাল থেকে উপজেলার নিতপুর, সরাইগাছি মোড়, শিশা বাজার, তাইতোড় মোড়, সরাইগাছি-আড্ডা, সরাইগাছি-শিশা এবং সরাইগাছি সাপাহার সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেন। এসময় তিনি অর্ধশতাধীক হেলমেট বিহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালককে মামলা এবং জরিমানা করেন। ইউএনও আরিফ আদনান জানান, মোসলমানদের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে কোন মা-বাবার কোল খালি হউক আমরা তা চাই না।
একই সাথে সকল যানবাহন সহ মোটরসাইকেল আরোহীরা যাতে নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারেন এই কারনে সচেতনতা বৃদ্ধি এবং যাবাহন চলাচলে নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগাামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।