পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এসএসসি-১৯৯৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী

প্রেস বিজ্ঞপ্তি: ঈদুল ফিতরের দিন বিকালে শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এর স্কুলের ১৯৯৪ ব্যাচের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৯৪ ব্যাচের গোলাম রাব্বনী এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নাকিকুজ্জামান সোহেল, নুর কুতুবুল আলম, দেওয়ান আবু সাঈদ এমরান ও মামুন উদ্দিন আহমেদ প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে পুলিশ লাইন-১৯৯৪ ব্যাচের একটি সমিতি করা হয়। সমিতিতে গোলাম রাব্বানীকে সভাপতি ও ইঞ্জিনিয়ার নাকিকুজ্জামান সোহেলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কমিটির ব্যাচের সকল সদস্যদের বিপদে-আপদে শরিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। কমিটির সভাপতি গোলাম রাব্বানী, সহ-সভাপতি মামুন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাকিকুজ্জামান সোহেল, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সহ-কোষাধ্যক্ষ দেওয়ান আবু সাঈদ এমরান, সাংগঠনিক সম্পাদক নূর-এ সায়েম শামীম, প্রচার সম্পাদক রকিবুজ্জামান রিপন, সহ-প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম হাসান, নির্বাহী সদস্য সালাউদ্দিন, নূর কুতুবুল আলম, জিএমজি আলম (ভিউ) ও ইঞ্জিনিয়ার আবু সাঈদ প্রমুখ।