নগরীতে বাচ্চা অপহরণ চেষ্টায় টিকটকার লাবনী আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শিরোইল কলোনিতে বাচ্চা অপহরণ চেষ্টার অভিযোগে লুবনাত জাহান লাবনী (৪০) নামের এক টিকটকারকে আটকের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ওই নারীকে পরে চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
গত বুধবার শিরোইল কলোনির ২ নং গলিতে এ ঘটনা ঘটে। অপহৃত বাচ্চাটির নাম মরিউম (১)। সে শিরোইল কলোনি এলাকার শামিম হোসেন জনির মেয়ে। মরিউমের মা আকতার বানু ময়না জানান, সকাল ৬টার দিকে যখন তিনি ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন, তখন অপহরণকারী মহিলা তাদের বাসায় ঢুকে পড়ে।
এসময় তার বড় মেয়ে অন্তরা (৮) চিৎকার করে জানান যে, একটি মহিলা মরিউমকে কোলে করে নিয়ে যাচ্ছে। নিচে নেমে এসে মরিউমের মা দেখতে পান, ওই মহিলা বাচ্চার গলায় কেচি ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছিল।
এই পরিস্থিতিতে মরিউমের বাবা শামিম হোসেন জনি এগিয়ে আসলে, অপহরণকারী নারী তাকে কেচি দিয়ে আঘাত করে এবং তার শরীরে খামচি দিয়ে জখম করে।
এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে অপহরণকারী মহিলাকে গণধোলায় দেয় এবং পুলিশে সোপর্দ করে। এর আগে অপহরণকারীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে একটি কাপড় কাটা কেচি, গাঁজা খাওয়া কোলকি ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে স্থানীয়রা। পরে খোঁজ নিয়ে জানাগেছে, আলেক্সা আসিফ (অষবীধ অংরভ) নামে একটি টিকটক আইডি রয়েছে লাবনীর। সে জানায় তার গ্রামের বাড়ি ঢাকা সাভার এলাকায়।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ জানান, “পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাবনীকে আটক করে থানায় নিয়ে আসে।
তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তার দেয়া উত্তরগুলো অসঙ্গতিপূর্ণ এবং একেকবার একেকরকম। বর্তমানে তিনি কোন সঠিক তথ্য প্রদান করছেন না।” তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবার কোনো লিখিত অভিযোগ না দেয়ায়, অভিযুক্ত নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।