ঈদের ছুটিতে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার: ঈদ উপলক্ষে রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে এবার দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। গত সোমবার ঈদের দিন বিকাল থেকে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে।
বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে দর্শনীয় স্থানগুলো। গতকাল বৃহস্পতিবার ঈদের চতুর্থদিনেও বিনোদনকেন্দ্রগুলো মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে।
রাজশাহী মহানগরীর শহিদ জিয়া শিশুপার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্ত নোঙর, ভদ্রা শিশুপার্ক, টি-বাঁধ, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঈদের ছুটিতে দর্শনার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছেন।
এই সুযোগকে কাজে লাগিয়ে অটো রিক্সাসহ যানবাহনগুলো ঈদ পরবীর নামে বাড়তি ভাড়া আদায় করছে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ঈদের ছুটিতে নগরীরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নগরবাসী চলাফেরা ও ঈদের ছুটি উপভোগ করতে পারেন।