ঢাকা | এপ্রিল ৪, ২০২৫ - ৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম

অতিরিক্ত ভাড়া আদায় হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Thursday, April 3, 2025 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেয়ার অভিযোগে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু ননএসি ভাড়া হবে ৬৯০ টাকা।

অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অনেক যাত্রীদের কাছে থেকে ৯০০ থেকে এক হাজার টাকারও বেশি ভাড়া নেয়া হচ্ছে।