ঢাকা | জুলাই ১৫, ২০২৫ - ১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

বিশিষ্ট সমাজসেবক গোলাম রব্বানীর ইন্তেকাল

  • আপডেট: Thursday, April 3, 2025 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক মহানগরীর ছোট বনগ্রাম নিবাসী আলহাজ্ব গোলাম রব্বানী (৮২) গত মঙ্গলবার ভোরে নগরীর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —রাজিউন)।

তিনি বেশ কিছুদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ছিলেন রাজশাহী জেলা পরিষদের অবসরপ্রাপ্ত প্রধান হিসাব কর্মকর্তা। মরহুম গোলাম রব্বানী রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান ও দৈনিক নতুন প্রভাতের সাবেক সম্পাদক সরদার আবদুর রহমানের বিহাই (বড় পুত্রের শ্বশুর)।

তিনি খুকু মিয়া নামে সমাধিক পরিচিত ছিলেন। তাঁর স্ত্রী জিনাত মহল বেগম ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত)।

স্থানীয় মসজিদ, স্কুল, ঈদগাহ প্রভৃতি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অবদান রাখেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান।