সাপাহারে ভ্রাম্যমান আদালতের ১৬ টি মামলায় ৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায়

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : সাপাহার উপজেলায় ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে সাপাহার উপজেলা সদরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল ১১ হইতে দুপুর ২ টা পর্যন্ত সাপাহার জিরো পয়েন্ট ও বাসস্ট্যান্ড এবং মেডিকেল মোড়ে এই অভিযান চালায় আদালত। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। অভিযানে সাপাহার থানার এস আই মামুন এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার দায়ে ১৬ জন মোটরসাইকেল চালককে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।
সাপাহার উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দূর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতিত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতিত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ও হেলমেট বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।