ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

শাকিবের প্রশংসা করে ফের যা বললেন অপু বিশ্বাস

  • আপডেট: Wednesday, April 2, 2025 - 11:27 am

অনলাইন ডেস্ক: ঘটনা ২০০৮ সালের ১৮ এপ্রিল। ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘদিন এ বিয়ের ঘটনা গোপনেই ছিল। তবে প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। হঠাৎ করেই ওই দিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনেত্রী জানান, তার এই সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। এরপর এ বিয়ে নিয়ে বহু জলঘোলা হয়েছে। অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছেন অভিনেতা। দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করেছেন। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এ তারকা জুটি।

তবু এখনো প্রায়ই সময় শাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে। আর তাদের বিচ্ছেদ হলেও বাবার দায়িত্ব পালন করতে কখনো ভুলে যান না শাকিব খান। তাই তো ঈদ আনন্দ উৎসবে ছেলেকে সময় দিতে ভুলে যাননি তিনি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব খান। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্যরকম বন্ধন। অপু বিশ্বাসের শেয়ার করা ছবিতেই দেখা যায় বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।

সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস শাকিব খান ও আব্রাম খান জয়ের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন— ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’ তিনি বলেন, কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দ-উল্লাসে ঈদ উদযাপন করল। এই বন্ধন আজ আমাকে আনন্দ অশ্রুতে সিক্ত করল। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।

এ নিয়ে কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা-ছেলেকে খুবই সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন—মাশাআল্লাহ অনেক অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন কিং খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীর। এরপর শাকিব খানের এ সংসারও ভেঙে যায়।