াকা | এপ্রিল ২৮, ২০২৫ - ১১:৫ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

  • আপডেট: Wednesday, April 2, 2025 - 11:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের বন্দী ছিলেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত মংলার ছেলে।

রামের হাসপাতাল সূত্রে জানা গেছে,  মঙ্গলবার সকালে মনিরুল ইসলামকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তিনি প্রিজনসেলে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে মনিরুল ইসলামের মরদেহ  কারা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS