রাজশাহীতে অতিরিক্ত ভাড়া রোধে বাস কাউন্টার গুলোতে বিআরটিএর অভিযান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া রোধে বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গতকাল বুধবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায় রুখতে কয়েকটি কাউন্টারের ম্যানেজারদেরকে সতর্ক করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রক্যেতটি বাসে ভাড়া প্রদর্শন করে চার্ট টানানো থাকবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
বাস কাউন্টারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি আরও জানান, বাস কাউন্টারেগুলোতে বিভিন্ন রুটের বিআরটিএ নির্ধারিত ভাড়ার চার্ট টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই চার্ট দুপুরের মধ্যে না টানানো হলে আমাদের মনিটরিং টিম সেগুলো দেখবে ও পুনরায় অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।