ঢাকা | এপ্রিল ২৯, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

কেমন কাটছে ফারিণ মাহি নিলয়দের ঈদ

  • আপডেট: Tuesday, April 1, 2025 - 11:09 am

অনলাইন ডেস্ক : সেলিব্রেটিদের জীবনযাপন নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। উৎসব পার্বণে তারা কী করেন, কী পরেন সেদিকে দৃষ্টি সবার।তারকারাও তাদের দর্শক-ভক্তদের টাচে রাখতে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিভিন্ন কিছু শেয়ার করেন।

এবারের ঈদেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা ভক্ত-অনুরাগীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। অভিনেত্রী সামিরা খানা মাহি একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল তো ঈদ, চাঁদ দেখেছেন তো? সবাই কে চাঁদ রাত মোবারক।’

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ঈদ করছেন যুক্তরাজ্যে।  সেখানে চাকরি করেন তার স্বামী শেখ রেজওয়ান। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ফারিণ যুক্তরাজ্যে যাওয়ার আগে লাগেজভর্তি কাপড় নিয়ে গেছেন। সবই স্বামীর জন্য তার পরিবার ও শ্বশুরবাড়ির উপহার। ফারিণ নিজেও অনেক উপহার পেয়েছেন।

জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর তার বাবার সঙ্গে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS