ঢাকা | এপ্রিল ২৮, ২০২৫ - ৯:০২ অপরাহ্ন

ঈদেও ছুটি নেই, যা বললেন বাংলাদেশ অধিনায়ক

  • আপডেট: Tuesday, April 1, 2025 - 11:03 am

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৫ এপ্রিল থেকে পাকিস্তানের মাটিতে বসবে নারী বিশ্বকাপ বাছাইপর্বের লড়াই। সেখানে বাংলাদেশ নারী দলও লড়বে বিশ্বকাপে জায়গা করে নিতে। আর সে কারণে ঈদুল ফিতরেও ছুটি পাননি নিগার সুলতানা জ্যোতিরা।

বাংলাদেশ দল আজ ঈদ উদযাপন করেছে মিরপুরেই। অধিনায়ক জ্যোতি এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ছিলাম ভালো লাগছে অনেক।’

দলের অনেকেই পরিবারকে অনেক বেশি মিস করেছে, জানান জ্যোতি। বলেন, ‘অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি ইমোশনাল। ওনারা পরিবারকে অনেক বেশি মিস করছে।’

সোমবার অনুশীলনে নামেনি দল। তবে তাদের জন্য বিসিবি বিশেষ ব্যবস্থা রেখেছিল। বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে জ্যোতিরা ঈদের দিন কাটিয়েছেন। এ আয়োজনের বিষয়ে বাংলাদেশ অধিনায়কের প্রতিক্রিয়া, ‘আজকে একটা একসাথে গেট টুগেদারের উদ্যোগ নিয়েছে বিসিবি। তো ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে।’

গতকাল অনুশীলন হয়নি, তবে এরপরও কেন ছুটি দেওয়া হয়নি ক্রিকেটারদের? কারণ বিসিবির শঙ্কা ছিল তাতে তাল কেটে যেতে পারত দলের। সে ভাবনা থেকেই ক্রিকেটারদের রেখে দেওয়া হয়েছে ক্যাম্পে। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘ঈদের পরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা রয়েছে। সেখানে আমাদেরকে ভালো করতে হবে।

সুতরাং এটা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা ঈদের সময় ট্রেনিংটা কন্টিনিউ করব। ঈদের দিন হয়তো ট্রেনিংটা থাকবে না। আগে পিছের ট্রেনিংটা চলতে থাকবে। কারণ আমরা যদি ছুটি দিতে চাই, সেই বিরতিটা আমাদের দলের জন্য ভালো হতো না।’

Hi-performance fast WordPress hosting by FireVPS